যে পদার্থের মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকেই আমরা পরিবাহী বলে থাকি। কিন্তু পরিবাহীর উপাদানের ভিন্নতার কারণে তার ধর্মেও কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। সব মানুষের যেমন আচরণ ১০০% এক রকম হতে পারেনা তেমনি সব ধরনের পরিবাহীরও এক রকম বৈশিষ্ট্য দেখা যায়না। আজকে কপার এবং এলুমিনিয়াম পরিবাহীর মধ্যে তুলনামূলক আলোচনা করব। চলুন শুরু করা যাক।
ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর |
কপার এবং এলুমিনিয়াম পরিবাহীর মধ্যে তুলনামূলক আলোচনা
- কপার পরিবাহীর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি। পক্ষান্তরে এলুমিনিয়াম পরিবাহীর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম এবং তা কপারের বিদ্যুৎ পরিবহন ক্ষমতার ৬০%।
- কপার কন্ডাক্টরের টান সহনক্ষমতা বেশি। পক্ষান্তরে এলুমিনিয়াম পরিবাহীর টান সহনক্ষমতা কম এবং তা কপারের মাত্র ৪৫%।
- কপার কন্ডাক্টরের আপেক্ষিক গুরুত্ব 8.9 gm/cc আর এলুমিনিয়াম কন্ডাক্টরের আপেক্ষিক গুরুত্ব 2.71gm/cc।
- কপার পরিবাহী কম প্রস্থচ্ছেদবিশিষ্ট হয় ও পরিবাহী চিকন হওয়ার দরুণ বাতাসের চাপ কম পড়ে। অন্যদিকে এলুমিনিয়ামের প্রস্থচ্ছেদ বেশি হবার দরুণ বায়ুপ্রবাহে দোলন বেশি হবে এবং স্যাগ ও বেশি।
- কপার কন্ডাক্টরের উচ্চভোল্টেজে করোনা লস কম আর এলুমিনিয়াম কন্ডাক্টরের হাই ভোল্টেজে করোনাজনিত অপচয় বেশি।
- সমান রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তামার তারের ব্যাস এলুমিনিয়ামের চেয়েও কম। আর সমান রেজিস্ট্যান্সের এলুমিনিয়ামের তারের ব্যাস তামার তুলনায় 1.27 গুণ বেশি।
- কপার পরিবাহীর গলনাংক বেশি বলে শর্ট সার্কিটজনিত কারণে সহজে গলে না, কিন্তু এলুমিনিয়ামের গলনাংক কম বলে শর্ট সার্কিটজনিত কারণে সহজেই গলে যায়।
- তামার তারের মূল্য এলুমিনিয়ামের তুলনায় অনেক বেশি, এলুমিনিয়ামের মূল্য তামার তারের তুলনায় অনেক কম।
- কপার পরিবাহীতে বিদ্যুৎ আলোর দ্রুতিতে চলে, কিন্তু এলুমনিয়াম তারে চলেনা
আরো কিছু পোস্ট
0 Comments