ট্রান্সফরমার বলতে আমরা অনেকে মনে করি, শুধুমাত্র পাওয়ার ফিক্স রেখে ভোল্টেজ আপ-ডাউন করে থাকে। বস্তুত ট্রান্সফরমার শুধুমাত্র ভোল্টেজ-কারেন্ট হ্রাস বৃদ্ধিই করেনা বরং কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপও করতে পারে। আর যেসমস্ত ট্রান্সফরমার ভোল্টেজ কারেন্ট পরিমাপ করতে পারে তাদেরকে বলা হয় Instruments Transformer।
সাবস্টেশন |
কারেন্ট ট্রান্সফরমার
যে সমস্ত ট্রান্সফরমার উচ্চমানের কারেন্ট পরিমাপ করতে ব্যবহার করা হয় তাদের বলা হয় কারেন্ট ট্রান্সফরমার।
পটেনশিয়াল ট্রান্সফরমার
যে সমস্ত ট্রান্সফরমার উচ্চমানের ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহার করা হয় তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বলে।
এখন প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে, আজীবন শুনে এলাম ভোল্টেজ কারেন্ট পরিমাপ করে এমিটার এবং ভোল্টমিটার দিয়ে আর আপনি বলেন ট্রান্সফরমার দিয়ে নাকি ভোল্টেজ কারেন্ট পরিমাপ করে। চলুন আপনার এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি।
মনে করুন, আপনি সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত ভারী বস্তু তুলতে সক্ষম। এখন আমি যদি আপনার উপর ৩০ কেজি বোঝা তুলে দিই সেটা নিশ্চয়ই আপনার জন্য খুব কষ্টদায়ক হবে এবং আপনি মাটিতেও লুটে পড়তে পারেন।
একইভাবে জেনারেটিং/গ্রীড/ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ভোল্টেজ এবং কারেন্ট খুব উচ্চমানের হয়ে থাকে। সাধারণ এমিটার এবং ভোল্টমিটার তা পরিমাপ করতে পারবেনা যেমনটি আপনি ৩০ কেজি বোঝা তুলতে পারেননি।
এখন, কিভাবে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করবে?
- সাধারণ পাওয়ার ট্রান্সফরমারের মতই সিটি এবং পিটিতে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং থাকে। আর দুই পাশের উইন্ডিং পরস্পর থেকে ইন্সুলেটেড থাকে।
- কারেন্ট ট্রান্সফরমারে প্রাইমারি উইন্ডিং এ সিঙ্গেল টার্ন এবং সেকেন্ডারি উইন্ডিং এ অনেকগুলো টার্ন থাকে।
- CT এর সেকেন্ডারি কয়েলে একটি মেজারিং ডিভাইস থাকে যা কারেন্টের রেশিও পরিমাপ করে থাকে।
- তেমনি পটেনশিয়াল ট্রান্সফরমার (PT) এর প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশী ও সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকায়, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইন্ডিউসড হয় কম, যা সহজেই পরিমাপ করা যায়।
- কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে কারেন্ট মেজার করতে হলে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি অংশ শর্ট করে রাখা জরুরি। কোনভাবেই তা ওপেন রাখা যাবেনা।
কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি পার্ট ওপেন রাখা যায়না কেন?
- ওপেন সার্কিটের ব্যাসিক ধারণা থেকে আমরা জানি যে, ওপেন সার্কিটে বিদ্যুৎ প্রবাহ শূণ্যের কাছাকাছি।
- তাই কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি অংশ যদি ওপেন রাখা হয় তাহলে সেখানে বিদ্যুৎ প্রবাহ ত পাওয়া যাবেই না বরং প্রাইমারি উইন্ডিং এর ফ্লাস্ক কর্তৃক আবিষ্ট সমস্ত ভোল্টেজ সেকেন্ডারি পার্টে আবিষ্ট হবে এবং কয়েল পুড়ে যাবার সম্ভাবনা থাকে।
- এজন্য সিটির সেকেন্ডারি সাইড শর্ট রাখতে হয়।
সাবস্টেশন কি? সাবস্টেশনে কি কি ডিভাইস থাকে?
ট্রান্সমিশন লাইনে ট্রানজিয়েন্ট ফল্ট কি? কিভাবে ট্রাবলশুটিং হয়?
0 Comments