সুইচগিয়ার এবং প্রটেকশন সিস্টেম ক্লাসে সুইচ, রিলে, ম্যাগনেটিক কন্টাক্টর নিয়ে পড়ানোর পর আকশের মাথাটা যেন ঘুরেই গেল। তার কাছে সব কিছু কেমন যেন এক মনে হতে লাগল। তাই সে এই ঘটকা ক্লিয়ার হবার জন্য তার বন্ধু জামালকে সুইচ, রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করল। জামাল তাকে তাদের মধ্যে পার্থক্য তুলে ধরল। এরপর আকাশ ব্যাপারটি ক্লিয়ার হতে পারল। এখন আকাশকে দেয়া জামালের ব্যাখ্যাটি আপনাদের নিকট তুলে ধরা হল।
সুইচ, রিলে, ম্যাগনেটিক কন্টাক্টরের মধ্যে পার্থক্য
- সুইচ, রিলে, ম্যাগনেটিক কন্টাক্টর তিনটিই কন্ট্রোলিং ডিভাইস হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য আছে।
- রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরে ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং সিস্টেম ডেভেলাপ করা থাকে কিন্তু নরমাল সুইচে কোন ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং সিস্টেম ডেভেলাপ করা থাকেনা। স্প্রিং সিস্টেমের মাধ্যমে নরমাল সুইচ পরিচালিত হয়।
- অন-অফ পুশ সুইচ ব্যতীত নরমাল সুইচে নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ কন্ট্যাক্ট থাকেনা, কিন্তু রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরে নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ কন্ট্যাক্ট থাকে।
- অটোমেশন সিস্টেমে পুশ সুইচ ব্যতীত নরমাল সুইচ ব্যবহৃত হয়না। কিন্তু রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহৃত হয়।
- নরমাল সুইচে অপারেটর প্রয়োজন হলেও, ম্যাগনেটিক কন্টাক্টর এবং রিলের ক্ষেত্রে অপারেটর প্রয়োজন হবেনা।
- অন্যদিকে রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরের কাজ প্রায় একই হলেও তাদের ব্যবহারিক ক্ষেত্র কিন্তু ভিন্ন।রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরের অপারেটিং ভোল্টেজ এক না।সাধারণত ইন্ড্রাস্ট্রিয়াল হাই পাওয়ার অটোমেশন সিস্টেমে রিলের পরিবর্তে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়।
- মোটর ফরোয়ার্ড রিভার্স কন্ট্রোলিং, স্টার-ডেল্টা কনফিগারেশন, ডল স্টার্টার, টার্ন ওভার সুইচিং সিস্টেমে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হলেও রিলে ব্যবহার করা যায়না।
আরো কিছু পোস্ট
1 Comments
Good Article Brother
ReplyDelete