প্রক্সিমিটি ইফেক্ট
যখন একটি কন্ডাক্টরের পাশে আর একটি কন্ডাক্টর থাকে তখন তার ইলেকট্রিক্যাল ফ্লাস্ক পাশের কন্ডাক্টরকে প্রভাবিত করে। এই ফ্লাস্কের ফলাফল উভয় কন্ডাক্টরের দূরবর্তী অর্ধাংশের চেয়ে নিকটবর্তী অর্ধাংশে বেশি দেখা যায়। ফলশ্রুতিতে সমস্ত প্রস্থচ্ছেদব্যপী অসম কারেন্ট বন্টন হতে থাকে ও স্কিন ইফেক্টের ন্যায় রেজিস্ট্যান্সও বৃদ্ধি পায়। এই ঘটনাই মূলত প্রক্সিমিটি ইফেক্ট।
প্রক্সিমিটি ইফেক্ট |
প্রক্সিমিটি ইফেক্টের সময় যদি উভয় কন্ডাক্টরে প্রবাহিত কারেন্ট বিপরীতমুখী থাকে তবে উভয় কন্ডাক্টরের পাশাপাশি সংযুক্ত অংশের দিকে কারেন্ট ডেনসিটি বৃদ্ধি পায়।
প্রক্সিমিটি ইফেক্টের কারণে কি হয়?
- প্রক্সিমিটি ইফেক্টের কারণে স্কিন ইফেক্টের মতোই কন্ডাক্টরে অসম কারেন্ট প্রবাহ সৃষ্টি হয়।
- রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়।
- সেলফ রিয়েক্ট্যান্স হ্রাস পায়।
প্রক্সিমিটি ইফেক্ট কমানোর উপায়
ফ্রিকুয়েন্সি রেঞ্জ কম মাত্রায় রেখে এই ইফেক্ট কমানো যায়। যেমন স্বাভাবিক ফ্রিকুয়েন্সি 50 Hz এবং এর থেকে নিম্ন ফ্রিকুয়েন্সিতে এই ইফেক্ট খুবই সামান্য হয়।
কন্ডাক্টরগুলোর স্পেসিং বৃদ্ধি করেও এই ইফেক্ট কমানো যায়।
এছাড়া স্ট্র্যান্ডেড কন্ডাক্টর ব্যবহার করে প্রক্সিমিটি ইফেক্ট কমানো যায়। স্ট্র্যান্ডেড কন্ডাক্টর ব্যবহার করলে যেকোন খেই বরাবর গড় ফিল্ডের মান একই থাকে। মানে প্রত্যেক খেই এর পরিবাহীগুলো একই মানের ফ্লাক্স দিয়ে পরিবেষ্টিত থাকে এবং সমান ইন্ডাকট্যান্স সৃষ্টি করে।
প্রক্সিমিটি ইফেক্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে?
সাধারণত স্কিন ইফেক্টের জন্য যে বিষয়গুলো বিবেচনায় আনা হয় সেগুলো প্রক্সিমিটি ইফেক্টের বেলাতেও প্রযোজ্য। যথাঃ
- পরিবাহী পদার্থের উপর
- পরিবাহীর ব্যাসের উপর
- সাপ্লাই ফ্রিকুয়েন্সির উপর
- পরিবাহীর গঠন বা আকার প্রকারের উপর
- পারমিয়াবিলিটি বা ভেদ্যতার উপর
আরো কিছু পোস্ট
0 Comments