আমাদের আবাসিক এলাকার আশেপাশে অনেক বৈদ্যুতিক পোল এবং টাওয়ার দেখা যায়। যেখানে বাদামী রং এর খাড়া এক ধরনের বস্তুর দেখা মেলে। এগুলো আসলে ইন্সুলেটর। সাধারণত  ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনে পিন এবং সাসপেনশন টাইপ ইন্সুলেটর ব্যবহার করতে দেখা যায়। আমরা অনেকে কোনটা পিন টাইপ এবং কোনটা ডিস্ক টাইপ ইন্সুলেটর তার পার্থক্য সহজেই করতে পারিনা। চলুন আজ পিন টাইপ এবং ডিস্ক টাইপ ইন্সুলেটরের মধ্যে তুলনামূলক আলোচনা তুলে ধরা যাক।

সাসপেনশন টাইপ ইন্সুলেটর
ইন্সুলেটর


সাসপেনশন টাইপ ইন্সুলেটরঃ

  • সাধারণত ১৩২/২৩০/৪০০ কিলোভোল্ট থ্রি ফেজ ডাবল সার্কিট লাইনে সাসপেনশন টাইপ ইন্সুলেটর অল্প খরচেই ব্যবহার করা সম্ভব। 
  • ইন্সুলেটর স্ট্রিং এ প্রয়োজনীয় সংখ্যক ডিস্ক সিরিজে যুক্ত করে যে-কোন ভোল্টেজ লাইনে ব্যবহার করা যেতে পারে। উল্লেখ্য যে, প্রতিটি ডিস্ক ক্যাপাসিটি ১১ কিলোভোল্ট
  • ইন্সুলেটর স্ট্রিং এর যেকোন একটি সেকশন নষ্ট হয়ে গেলে পুরো ইউনিট পরিবর্তন না করে শুধুমাত্র নষ্ট ইউনিট পরিবর্তন করলেই হবে। 
  • এই ধরনের ইন্সুলেটর ব্যবহার করলে টাওয়ারের উপর যান্ত্রিক বোঝা তৈরি হতে পারেনা। বরং এই ইন্সুলেটর স্ট্রিং হাওয়ায় দুলতে পারে। 
  • এই ধরনের ইন্সুলেটরকে আর্থিং করা ক্রসআর্মের সাথে ঝুলিয়ে রাখতে হয় বলে তারগুলো বজ্রপাত থেকে রক্ষা পায়।
  • আচ্ছা সাসপেনশন টাইপ ইন্সুলেটরের ত বহুত গুণগান গাওয়া হল। এবার পিন টাইপ ইন্সুলেটর নিয়ে কিছুক্ষণ বকবক করব। আর কিভাবে তাদের আলাদা করে বুঝব সেটাও বলব ইনশাল্লাহ। 

পিন টাইপ ইন্সুলেটর

  • পিন টাইপ ইন্সুলেটর ৩৩ কেভি পোলে ব্যবহার করা হয়ে থাকে।
  • পিন টাইপ ইন্সুলেটরে ডিস্ক ব্যবহার করার সুযোগ নেই।
  • কোন ইন্সুলেটরে প্রব্লেম হলে পুরোটাই আবার বদলাতে হবে
  • আর এ ধরনের ইন্সুলেটর পোলে যান্ত্রিক ভর তৈরি করে ফলশ্রুতিতে পোলের উপর চাপ সৃষ্টি হবে। 
  • এ ধরনের ইন্সুলেটর ব্যয়বহুল। 

আলাদাভাবে চেনার উপায়

এতক্ষণে হয়তো অনেকে তাদের আলাদাভাবে চেনার উপায় বুঝে গেছেন। তারপরেও একটু সামারাইজ করা যাক। সাধারণত ট্রান্সমিশন লাইনে ১৩২, ২৩০, ৪০০ কিলোভোল্টের জন্য সাসপেনশন টাইপ এবং আবাসিক এলাকার ৩৩ কেভির পোলে পিন টাইপ ইন্সুলেটর ব্যবহার করা হয়ে থাকে।

আরো কিছু দারুণ পোস্ট

সাবস্টেশন কি? সাবস্টেশন তৈরিতে কি কি ডিভাইস ব্যবহার করতে হব

Instrument Transformer কি? সিটি পিটি কেন এবং কোথায় ব্যবহার করা হয়?