পাওয়ার ফ্যাক্টর আমাদের জন্য নতুন কোন টপিক না। কিন্তু একটু ভিন্ন আংগিকে আজ ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমে পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। চলুন শুরু করা যাক। 

পাওয়ার ফ্যাক্টর ও ঘোড়ার দৌড়
ঘোড়া


পাওয়ার ফ্যাক্টর 

পাওয়ার ফ্যাক্টর হল ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজ এংগেলের কোসাইন মান।

Power Factor = Cos(@v-@i)

পাওয়ার ফ্যাক্টরের আরো একটি সংজ্ঞা আছে যেখানে এপারেন্ট পাওয়ার এবং রিয়েল পাওয়ারের আনুপাতিক সম্পর্ককে তুলে ধরা হয়। আর আমরা জানি, এই অনুপাত একের বেশি হতে পারবেনা। এখন আমরা এই পাওয়ার ফ্যাক্টর কেন একের বেশি হতে পারবেনা সে আলোচনা একটি মজার উদাহরণের মাধ্যমে জানব। অনেক ব্লগসাইটে কোকাকোলা বা বিয়ারের উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বুঝানো হয়ে থাকে। তাই ব্যাপারটি একঘেয়ে হয়ে গেছে। তাই আমি আজ একটু ভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করব।

পাওয়ার ফ্যাক্টর এবং ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

  • মনে করুন, খোলা সমুদ্র সৈকতে একটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হল। অনেক প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে উপস্থিত হল। 
  • আপনিও আপনার পালিত ঘোড়াটি নিয়ে উপস্থিত হলেন। এখন আপনার ঘোড়ার এনার্জির নিশ্চয় একটা রেঞ্জ আছে। 
  • হয় সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াবে অথবা তার কম শক্তি দিয়ে দৌড়াবে। সে নিশ্চয়ই তার সর্বোচ্চ সীমার বাইরে এনার্জি দিয়ে দৌড়াতে পারবেনা। 
  • একইভাবে পাওয়ার সিস্টেমে রিয়েল পাওয়ার কখনোই এপারেন্ট পাওয়ারের বেশি হতে পারবেনা। এপারেন্ট পাওয়ারের সমান হবে না হয় তার কম হবে। 
  • এবার যদি আমরা তাদের আনুপাতিক সম্পর্ক দেখি,
  • পাওয়ার ফ্যাক্টর (P.F) = রিয়েল পাওয়ার (P) / এপারেন্ট পাওয়ার (S)
  • উপরের সম্পর্ক দেখে প্রতীয়মান হচ্ছে যে, যদি রিয়েল পাওয়ার, এপারেন্ট পাওয়ারের সমান বা ছোট হয় তাহলে তাদের অনুপাত তথা পাওয়ার ফ্যাক্টর ১ এর বেশি হবেনা।
  • পাওয়ার ফ্যাক্টর ১ হবে যদি এপারেন্ট পাওয়ার = রিয়েল পাওয়ার হয়।
  • পাওয়ার ফ্যাক্টর ১ এর কম হবে যদি এপারেন্ট পাওয়ার > রিয়েল পাওয়ার হয়।

                                            পাওয়ার ফ্যাক্টর নিয়ে আরো একটি পোস্ট