সার্কিট ব্রেকার

সার্কিট ব্রেকার চিনেনা এমন লোক প্রকৌশল জগতে খুব কম পাওয়া যাবে। রাতের বেলায় পোষা কুকুর যেমন চোর-ডাকাত থেকে আমাদের বাড়িকে রক্ষা করে একইভাবে সার্কিট ব্রেকারও শর্ট সার্কিট ফল্ট হলে অনাকংখিত দূর্ঘটনা থেকে আমাদের রক্ষা করে থাকে। আমরা জানি, পাওয়ার সিস্টেমে ফল্ট দেখা দিলে সেখানে সৃষ্টি হয় আর্ক।

ব্রেকিং ক্যাপাসিটি
সুইচগিয়ার সিস্টেম 


আর্ক কি?

আর্ক হল এক ধরনের ইলেক্ট্রিক্যাল ডিসচার্জ যা দুটো পরিবাহী ইলেক্ট্রোডের মধ্যে সৃষ্টি হয় এবং স্পার্ক তৈরি করে। আর আর্ক সৃষ্টির দরুণ দুটো ইলেক্ট্রোডের মধ্যে যে ভোল্টেজ তৈরি হয় তাকে আর্কিং ভোল্টেজ বলে।

আর ফল্টের দরুণ সৃষ্ট আর্ককে সার্কিট ব্রেকার খুব সহজেই অবদমন করতে সক্ষম। বিভিন্ন সার্কিট ব্রেকার বিভিন্নভাবে এই আর্ক অবদমন করতে পারে। আর এই কাজে গ্যাস, ওয়েল, এয়ার এসব ইন্সুলেটিং মিডিয়াম ব্যবহার করা হয়ে থাকে।

ব্রেকিং ক্যাপাসিটি কি? 

তবে আর্ক অবদমন করার একটি সুনির্দিষ্ট ক্ষমতা থাকে। মনে করুন, আজ আপনার বাড়িতে চুরি হবে। এখন চোর যদি সংখ্যায় একজন হয় তাহলে হয়তো আপনার গার্ড/কুকুর তাকে দমন করতে সক্ষম হবে। কিন্তু চোর যদি সংখ্যায় অধিক হয় তাহলে গার্ড/কুকুর তাদের মোকাবেলা করতে নাকানিচুবানি খাবে। হয়ত তাদের প্রাণটাও হারাতে পারে।

একইভাবে সার্কিট ব্রেকারও একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত শর্ট সার্কিট কারেন্টের মাধ্যমে সৃষ্ট আর্ক অবদমন করতে পারে। এই মাত্রার বাইরে গেলে সার্কিট ব্রেকার নিজেই গলে যাবে বা পুড়ে যাবে। আর এটাই হল সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি। আর ব্রেকিং ক্যাপাসিটির একক হল কিলোএম্পিয়ার। 

এখন কোন সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি 30KA বলতে কি বুঝব?

কোন সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি 30KA বলতে বোঝায় সার্কিট ব্রেকারটি তার সংযুক্ত পাওয়ার সিস্টেমের 30,000 এম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট আর্ক অবদমন করে সিস্টেমকে রক্ষা করতে সক্ষম। এর উপরের মাত্রার প্রবাহে এটি শর্ট সার্কিটের সম্মুখীন হবে এবং পুড়ে যাবে।

আরো একটি পোস্ট 

SF6 & VCB সার্কিট ব্রেকারের তুলনামূলক আলোচনা