বইপুস্তকে, বিভিন্ন ওয়েবসাইটে আমরা সব সময় দেখে থাকি ট্রান্সমিশন ভোল্টেজ ৩৩, ১৩২, ২৩০, ৪০০ কিলোভোল্ট হয়ে থাকে। আবার আবাসিক এলাকার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ৪০০/২৩০ ভোল্ট হয়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি কি কিভাবে এই ভোল্টেজগুলো নির্ধারিত হল? কিভাবে বিদ্যুৎ কোম্পানিগুলো বুঝল যে এই মানের ভোল্টেজগুলোই আমাদের জন্য কার্যকর হবে? আজ মূলত এই ব্যাপারেই আর্টিকেলটি সাজানো হয়েছে। চলুন শুরু করা যাক।
ট্রান্সমিশন লাইন |
মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজ
প্রত্যেক ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন লাইনের জন্য একটি গ্রহণযোগ্য সীমায় উচ্চভোল্টেজ নির্ধারিত থাকে যার বাইরে গেলে কখনো অর্থনৈতিক সুফল পাওয়া যায়না। অতএব কন্ডাক্টর, ইন্সুলেটর, ট্রান্সফরমার, সুইচগিয়ার এবং অন্যান্য সরঞ্জামের মূল্য সর্বনিম্ন রাখতে যে ট্রান্সমিশন ভোল্টেজ দরকার তাকে মিতব্যয়ী ট্রান্সমিশন ভোল্টেজ বলে।
ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ভোল্টেজ নির্ধারণের ফ্যাক্টরসমূহ
- ট্রান্সফরমার-নির্দিষ্ট পাওয়ার প্রেরণের ক্ষেত্রে ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি পেলে জেনারেশন এবং রিসিভিং প্রান্তে সংযোজিত ট্রান্সফরমারের মূল্য বৃদ্ধি পেতে থাকে।
- লাইটনিং এরেস্টার-ট্রান্সমিশন ভোল্টেজ বৃদ্ধি পেলে লাইটনিং এরেস্টারের সাইজ বেড়ে যায় এবং মূল্য ও বেড়ে যায়।
- ইন্সুলেটর এবং সাপোর্ট- ট্রান্সমিশন ভোল্ট বৃদ্ধি পেলে ইন্সুলেটর সাইজ এবং কস্ট ও বেড়ে যায়।
- কন্ডাক্টর- কন্ডাক্টর সাইজ ট্রান্সমিশন ভোল্টেজের ব্যাস্তানুপাতিক। ট্রান্সমিশন ভোল্ট বৃদ্ধি পেলে কন্ডাক্টর সাইজ কমে যায় এবং খরচ ও কম হবে।
ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ভোল্ট নির্ধারণের ফর্মূলা
তবে লোড এবং ট্রান্সমিশন লাইন কতটুকু পথ পাড়ি দিবে অথবা ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য বিবেচনায় রেখে ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ভোল্ট নির্ধারণের একটি ফর্মূলা আছে। সেটি হলঃ
এবার আমি 500 kVA, 50 km দীর্ঘ লাইনের জন্য ট্রান্সমিশন লাইন ভোল্টেজ নির্ধারণ করব।
Power = 500 KVA, Length = 50 km
Transmission Voltage = 5.5 √(50/1.61 + 500/150) = 32.25 kV
ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য বনাম ভোল্টেজ
- সাধারণত 15 Km ট্রান্সমিশন লাইনের জন্য 11 kV
- সাধারণত 15-30 Km ট্রান্সমিশন লাইনের জন্য 11-22 kV
- সাধারণত 30-80 Km ট্রান্সমিশন লাইনের জন্য 33-66 kV
- সাধারণত 80-120 Km ট্রান্সমিশন লাইনের জন্য 66-110 kV
- সাধারণত 120-160Km ট্রান্সমিশন লাইনের জন্য 110-132 kV
- সাধারণত 160-240 Km ট্রান্সমিশন লাইনের জন্য 110-154 kV
- সাধারণত 240-400 Km ট্রান্সমিশন লাইনের জন্য 132-220 kV
2 Comments
Awesome vai. Thanks
ReplyDeleteThank for shearing
ReplyDelete