কারেন্ট প্রবাহিত হয় কিন্তু ভোল্টেজ প্রবাহিত হয়না কেন?
প্রশ্নটি খুবই মজাদার। এ প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে সুন্দর একটি উদাহরণ দিতে চাই।
- ধরুন, সুদূর বান্দরবানে আপনি আপনার বন্ধুদের নিয়ে পাহাড়ে ট্র্যাকিং করছেন।
- যদি প্রশ্ন করা হয় আপনি কিভাবে পাহাড় বেয়ে উঠতে পারছেন?
- আপনি উঠতে পারার কারণ হল আপনি আপনার মধ্যে সঞ্চিত শক্তি ব্যবহার করে ভূমির সাথে ঘর্ষণ এড়িয়ে অভিকর্ষ বলের বিরুদ্ধে যেতে পারছেন।
- তাই সুন্দরভাবে আপনি ট্র্যাকিং করতে পারছেন।
- এখন যদি পর্বতটি যদি খুব খাড়া টাইপের হয় তাহলে আপনার শক্তি ড্রপ (অপচয়) হবে এবং চলার গতিও হ্রাস পাবে ক্রমানুসারে।
- এখানে আপনার দেহের শক্তিকে ভোল্টেজের সাথে এবং আপনার পথ চলা কে কারেন্টের সাথে এবং আপনাকে যদি ইলেকট্রনের ও আপনার শক্তিকে যদি ভোল্টেজের সাথে তুলনা করে দেখেন তাহলে ব্যপারটা আপনার কাছে ক্লিয়ার হতে বাধ্য।
ভোল্টেজ-কারেন্ট |
ভোল্টেজ ড্রপ শব্দটি ব্যবহার হয় কিন্তু কারেন্ট ড্রপ কথাটি কেন ব্যবহার হয় না কেন?
- এই প্রশ্নের উত্তরটিও পূর্বে উল্লেখিত পাহাড়ে ট্র্যাকিং করার উদাহরণের মাঝে লুকায়িত।
- পাহাড় যখন খাড়া হবে তখন সেই পাহাড় পাড়ি দিতে আপনার দেহে মজুত শক্তি অনেক ড্রপ বা খরচ হবে।
- যেটাকে পরিবাহী থেকে ইলেকট্রনকে স্থানচ্যুত করতে দরকারি শক্তি বা ভোল্টেজের সাথে সামঞ্জস্য করা যায়।
- কিন্তু এক্ষেত্রে খাড়া পাহাড়ে আপনার চলমান ক্রিয়া শ্লথ হলেও সেটা চলমান।
- একইভাবে পরিবাহীতে ইলেকট্রনের চলাচল বা বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে ড্রপ ব্যবহার না করাই শ্রেয়।
হিল ট্র্যাকিং |
ওহমের সূত্রের একই রুপ কিন্তু ভিন্নধর্মী
ওহমের সূত্রে E = IR এবং V = IR কি একই জিনিস না। অনেকেই E = IR এবং V = IR সূত্র দুটো ঘুলিয়ে ফেলি। আসলে দুটি ফর্মূলায় ভিন্নতায় আছে।
- E হচ্ছে ব্যাটারি বা জেনারেটরের ভোল্টেজ আর V হচ্ছে সার্কিটের ইলিমেন্ট ( রোধ, ইন্ডাক্টর, ক্যাপাসিটরে) ডিস্ট্রিবিউটেড ভোল্টেজ।
- E = IR সূত্রের মাধ্যমে সোর্স ভোল্টেজ পেতে হলে সার্কিটের মোট কারেন্ট তার মোট রোধ দিয়ে গুণ করতে হবে।
- V = IR সূত্রের মাধ্যমে নিদিষ্ট কোন রোধে ভাগ হওয়া ভোল্টেজ পেতে হলে ঐ রোধের মধ্যে প্রবাহিত কারেন্ট এবং সংশ্লিষ্ট রোধটির মান দিয়ে গুণ করতে হবে। E মূলত E.M.F এর সংক্ষিপ্ত রুপ। যার পূর্ণরুপ হল Electromotive Force।
ইলেকট্রন এবং আমাজন বন
অনেকের মনের একটি সাধারণ প্রশ্ন যে কারেন্ট যদি ইলেকট্রনের প্রবাহই হয় তাহলে পরিবাহীর ইলেকট্রন ফুরিয়ে যায়না কেন? চলুন আমাজন বন থেকে ঘুরে আসা যাক।
আমরা জানি, পরিবাহী পদার্থের পরমাণুর মধ্যে মুক্ত ইলেকট্রন বিদ্যমান। আর পরিবাহী মানে অসংখ্য পরমাণুর আধার। আর অসংখ্য পরমাণু মানেই ইলেকট্রনের বন। আমাজন বন থেকে অজস্র পাতা তুলে নিলেও যেমন আমাজনের গভীরতার পরিবর্তন বোঝা সম্ভব না। কারণ আমাজনের বিশাল পাতার মেলার তুলনায় আপনার তুলে আনা পাতার সংখ্যা খুবই নগণ্য। একইভাবে পরিবাহীর ইলেকট্রন বন থেকে পুনঃ পুনঃ ইলেকট্রন বিচ্যুত হলেও তা ফুরিয়ে যাবেনা।
কারেন্টকে I দিয়ে প্রকাশ করা হয় কেন?
আমরা ল্যাবে ক্যাপাসিটর নিয়ে কাজ করি। সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সকে C দিয়ে প্রকাশ করা হয়। এখন কারেন্ট শব্দের C এবং ক্যাপাসিট্যান্স শব্দের C পরস্পর সাংঘর্ষিক। তাই কারেন্টকে I দিয়ে প্রকাশ করা হয় । আর I নেয়া হয়েছে Current Intensity শব্দ থেকে।
আরো একটি মজার পোস্ট
0 Comments